| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকি; আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি খেলাফত মজলিসের


ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকি; আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি খেলাফত মজলিসের


রহমত নিউজ     21 August, 2025     07:37 PM    


অভিশপ্ত সমকামিতা ও ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দু’জন শিক্ষক ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি খেলাফত মজলিসের। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ এ দাবি তুলেন।

নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, সমকামিতা ও ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় সম্প্রতি দু’জন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে হত্যার উস্কানি দেয়া হয়েছে। যা সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী শস্তিযোগ্য অপরাধ। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সেই সমকামি উস্কানিদাতাকে বহিষ্কার করা হলেও আইনের কাঠগড়ায় দাঁড় করাতে প্রশাসনের কোন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে হত্যার উস্কানিদাতার পক্ষাবলম্বনকারীরাও সমকামিতা ও ট্রান্সজেন্ডার মতবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে ইসলাম ও সমাজ বিরোধী অপচেষ্টা বিশেষ করে পশ্চিমা বিকৃত চিন্তা-চেতনা ও অপসংস্কৃতি স্বাভাবিকরণের কোন অপচেষ্টা সহ্য করা হবে না। কোন ব্যক্তি বা সংস্থা যারাই বাংলাদেশে এই অপচেষ্টায় লিপ্ত দল-মত নির্বিশেষে এদের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ আছে।

বৈঠকে নেতৃবৃন্দ আরও বলেন, পেশীশক্তি, কালো টাকার প্রভাবমুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নতুন বাংলাদেশে সকলের। এজন্য নির্বাচনের পূর্বেই প্রয়োজনীয় সংস্কার জরুরি। জনআকাঙ্ক্ষা পূরণে জুলাই সনদ ঘোষণা ত্বরান্বিত করতে হবে। জুলাই সনদকে শক্তিশালী আইনি ভিত্তি দিতে হবে। কার্যকর সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের জন্য তা জরুরি। গণহত্যাকারী পতিত ফ্যাসিস্টদের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্য আবারো অসহনীয় হয়ে উঠছে। জননিরাপত্তা নিশ্চিত ও জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমীর মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, মো: জিল্লুর রহমান, ডা. আসাদুল্লাহ, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আলহাজ্ব নুর হোসেন, মাওলানা ফারুক আহমদ ভূইয়া, মো: আবুল হোসেন, মাওলানা আজীজুল হক, আলহাজ¦ আমির আলী হাওলাদার প্রমুখ।